Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশির আসলে কি বুঝাতে চাইলেন?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১:৫০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল ঘটনা বিকৃত করে প্রকাশ করায় একের পর এক অঘটন ঘটছে। হয়তো সেদিকেই ইঙ্গিত করেছেন শিশির। তবে ছবি পোস্ট করে কী ইঙ্গিত করলেন শিশির তা বুঝতে চাইছেন অনেক পাঠক।

নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফেরার পর নানা কারণে আলোচনায় সাকিব আল হাসান। সুপারশপ উদ্বোধন, কলকাতা পূজামণ্ডপ প্রসঙ্গসহ নানা কারণে সমালোচনাও চলছে বিশ্বসেরা অলরাউন্ডারকে ঘিরে। তবে সেসবে কোনো প্রতিক্রিয়া জানাননি তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।

শিশির তার ভেরিফায়েড পেইজে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একটি জাহাজ সমুদ্রে ভাসছে। কিন্তু একটি মুঠোফোন বাঁকা করে ধরে এমনভাবে জাহাজটির ছবি নেওয়া হয়েছে, যাতে মনে হচ্ছে সেটি পানিতে ডুবে যাচ্ছে! ক্যাপশনে কিছুই লিখেননি শিশির। শুধু একটি হাসির ইমোজি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ