প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। আগামী দুই বছরের জন্য তারা বাংলালিংকের প্রতিনিধিত্ব করবেন। গত সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এরিক অস্ তার বক্তব্যে বলেন, ‘ক্রিকেট বাংলাদেশের মানুষের রক্তে মিশে রয়েছে। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে আমাদের সাথে পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। ক্রিকেট আমাদের সকলকে একসাথে নিয়ে আসে এবং সারাদেশকে একতাবদ্ধ করে। সাকিবের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমরা এই দেশের প্রতি এবং এই দেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করতে চাই। বাংলালিংকের জন্য এটি একটি দারুণ দিন এবং ডিজিটাল যুগে বাংলালিংকের এগিয়ে যাবার এই পথে সাকিব এবং শিশিরকে সাথে পেয়ে আমরা আনন্দিত এবং আশা করি গ্রাহকদের জন্য আমরা নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে সক্ষম হব।’ সাকিব তার বক্তব্যে বলেন, ‘বাংলালিংক দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং দেশের মানুষের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এর অংশীদার হতে পেরে আনন্দিত এবং সম্মানীত বোধ করছি এবং বাংলালিংককে বাংলাদেশের মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে আমি কাজ করে যাব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।