নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৩ বছরের নিষেধাজ্ঞাদেশ আরোপিত হওয়ায় এই লম্বা সময়ে বিসিবি’র কোন আসরে অংশগ্রহণ দূরে থাক, বিসিবি’র কোন ক্রিকেট ভেন্যুতে অনুশীলন সুবিধা পর্যন্ত পায়নি আশরাফুল। গত ১৩ আগস্ট নিষেধাজ্ঞা কেটে মুক্ত আশরাফুল বিসিবি’র কাছে আবেদনের প্রেক্ষিতে গতকাল থেকে পেয়েছেন অনুশীলন সুবিধা। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলনই তার এই মাঠে সর্বশেষ অনুশীলন অভিজ্ঞতা। ৪১ মাস পর মিরপুর স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আশরাফুলÑ ‘তিন বছর পাঁচ মাস পর এখানে অনুশীলন করছি। এর আগে ১৩ বছর জাতীয় দলে খেলেছি। অথচ গত তিনটি বছর এখানে অনুশীলন করতে পারছিলাম না। আজ (গতকাল) অনুশীলন করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। এখানকার সুযোগ-সুবিধা ব্যবহার করে যেন ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি- সেটাই লক্ষ্য থাকবে আমার।’
ক্রিকেটের বাইরে কাটালেও গত তিন বছরে ক্রিকেট গুরু ওয়াহিদুল গনি এবং কোচ সারোয়ার ইমরান অনুশীলন সহায়তা করেছেন, তা জানিয়েছেন আশরাফুলÑ ‘গত তিন বছর ক্রিকেট বোর্ডের অধীনে মিরপুরে অনুশীলন করতে পারিনি ঠিকই, তবে আমি নিজে নিজে অনুশীলন করেছি। ওয়াহিদ স্যার এবং ইমরান স্যারের কাছ থেকেও সহযোগিতা নিয়েছি। এখন কোচিং স্টাফ, ট্রেনারদের একটা সাহায্য পাব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।