পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৯’র একটি দল।
মহসিন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্সের ছেলে। গতকাল মঙ্গলবার দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা ইউনিয়নের রনসী এলাকা থেকে আনুমানিক বেলা এগারোটার সময় তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এবিএম আশরাফ উল্লাহ তাহের ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসিন তালুকদারের বাড়িতে যান র্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা অভিযুক্ত মহসিন তালুকদারের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনায় সোমবার রাতে এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এসএমপির জালালাবাদ থানায় মামলা করেন। এর আগে গত ১৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৬মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে সিলেটের ওই যুবক।
প্রথমে মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম প্রদর্শন করে ওই যুবক বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’
সুনামগঞ্জ র্যাব-৯’র কোম্পানি কমান্ডার ফয়সল আহমেদ সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।