Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃবাহিনী ফুটবল শুরু

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় গতকাল থেকে ঢাকাস্থ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘আান্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০১৬’। নৌবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত¡াবধানে ও বানৌজা হাজী মহসীনের ব্যবস্থাপনায় ঢাকাস্থ আর্মি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে সেনা ও বিমানবাহিনী দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিমানবাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, ওএসপি, এনডিসি। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ছাড়াও সশস্ত্রবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাতদিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমানবাহিনী দলের মোট ৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রথম পর্যায়ে তিন বাহিনীর ৩টি দলের মধ্যে লীগ পদ্ধতিতে খেলা পরিচালিত হবে। পরবর্তীতে পয়েন্ট তালিকার ভিত্তিতে শীর্ষ স্থান অধিকারী ২টি দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত আগামী ২৪ আগস্ট। ঐদিনই হবে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তঃবাহিনী ফুটবল শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ