নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : একের পর এক ইভেন্ট থেকে ভারতের জন্য বয়ে আসছিল হতাশার খবর। বাঙালি-কন্যা দীপা দশমিকের ব্যবধানে একটা পদক থেকে বঞ্চিত হলেন জিমন্যাস্টিকসে। অবশেষে রিও অলিম্পিকে শেষ প্রান্তে এসে পদকের দেখা পেল ভারত। কিরগিজস্তানের আইসুলুন তাইনাইবেকোভাকে হারিয়ে মেয়েদের কুস্তির ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সাক্ষী মালিক। আর তাতেই গড়লেন ইতিহাস। প্রথম ভারতীয় নারী হিসেবে কুস্তিতে পদক জিতলেন তিনি। সব মিলিয়ে সাক্ষী অলিম্পিকে পদক জেতা চতুর্থ ভারতীয় নারী। এর মধ্যে ম্যারি কমকে নিয়ে তো চলচ্চিত্রই বানানো হয়ে গেছে। ২৩ বছর বয়সী সাক্ষীর গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। হরিয়ানা রাজ্যের মেয়ে, যে রাজ্যে নারীদের অবাধ চলাফেরাও কয়েক বছর আগে দেখা হতো নেতিবাচক দৃষ্টিতে। সেখানে কুস্তির মতো পুরুষাধিপত্যের এক খেলা বেছে নিয়েছেন। সাক্ষীর এই জয়ের গুরুত্ব তাই অনেক। অবহেলিত নারীদের জয়যাত্রাও।
গত লন্ডন অলিম্পিকে ভারত কিন্তু দুটি রুপাসহ ছয়টি পদক জিতেছিল। এর আগের বেইজিং অলিম্পিকে তিনটি পদক জিতলেও স্বর্ণ এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা। ভারত সর্বশেষ ১৯৯২ অলিম্পিকে ফিরেছিল খালি হাতে। এবারও সেই লজ্জার সাক্ষী হওয়ার হাত থেকে বাচিয়ে দিলেন সাক্ষী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।