প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মঞ্চ, টিভি নাটক ও সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শান্তা ইসলাম ১৬ বছর ধরে অভিনয় করছেন না। ১৬ বছর আগে তিনি নিজেরই পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন। তারপর আর কোন নাটকে কিংবা সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি। ঠিক যে ছেলে সৌমিককে গড়ে তোলার জন্যই তিনি অভিনয় থেকে বিদায় নেন। তার কাছে মনে হয়েছিল, অভিনয়ে থাকলে ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা হবে না। যে অভিনয়ই ছিলো একসময় শান্তা ইসলামের প্রাণ ছেলের জন্য সেই অভিনয়ই তিনি ছেড়ে দিয়েছেন। তার ছেলে কানাডার টরেন্টো’র একটি বিশ^বিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ (স্কলারশিপে) ব্যাচেলর ও মাস্টার্স সম্পন্ন করে টরেন্টোতেই চাকুরী করছেন। অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক শান্তা ইসলাম আর কোনদিন অভিনয়ে ফিরবেন না বলে জানিয়েছেন। শান্তা ইসলাম বলেন, ‘১৬ বছরে অনেক ভালো গল্পের নাটক সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলাম। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু’র জোনাকীর আলো সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। তিন দিন সময় নিয়ে অনেক ভেবে তাকে বিনয়ের সাথে না করে দিয়ে বলেছিলাম যে আমার আর কখনো অভিনয়ে ফেরা হবে না। তবে অভিনয় না করার যে শূন্যতা সেই শূন্যতা আমি অনুষ্ঠান নির্মাণ, উপস্থাপনা এবং আমার ছেলে, ছেলের বউয়ের সঙ্গে নানা বিষয়ে কথা বলে, ভালোলাগা-মন্দলাগা শেয়ার করে পূরণ করি। অভিনয় করছিনা তা নিয়ে কোন দু:খ বোধ নেই আমার। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যেভাবে আছি, আলহামদুলিল্লাহ, আমি সুখে আছি।’ শান্তা ইসলামের জন্ম সিলেটের নবীগঞ্জে। তার বাবা প্রয়াত রফিকুল হক ও মা প্রয়াত রাজিয়া হক। মাছরাঙ্গা টিভিতে দীর্ঘ দশ বছর ধরে তার পরিচালনায় ফ্যাশন ও বিউটি বিষয়ক অনুষ্ঠান ‘অসাধারণ’ নিয়মিতভাবেই প্রচার হচ্ছে। আরটিভিতে শিগগিরই তার উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে তার পরিচালিত নতুন অনুষ্ঠান ‘লাইফ ইজ বিউটিফুল’। ১৯৮৩ সালে ‘থিয়েটার’ নাট্যদলের হয়ে মঞ্চে শান্তা ইসলাম তারিক আনাম খানের নির্দেশনায় ‘যুদ্ধ এবয় যুদ্ধ’ নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটক ‘অভিযোগ’এ অভিনয় করেন। উল্লেখযোগ্য নাটক ‘রূপনগর’,‘ ইতি আমার বোন’,‘ নিতু তোমাকে ভালোবাসি’,‘ মানুষ’। শেখ নিয়ামত আলী’র ‘অন্য জীবন’ সিনেমাতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। বিটিভিতে ‘বহুরূপী’ অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেন। তার নির্দেশিত প্রথম নাটক ছিলো রিয়াজ পূর্ণিমা’কে নিয়ে ‘ওগো
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।