Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন’র প্রথম নির্বাচিত কমিটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৪:৪৬ পিএম

২৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন এর প্রথম নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ গতকাল দুপুরে ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নবনির্বাচিত কমিটি ধানমণ্ডির একটি রেষ্টুরেন্টে কার্যকরী কমিটির সভায় মিলিত হন। সভায় ভবিষ্যতে চিকিৎসকদের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন নির্বাচনে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার অফিসারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড)মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. অসীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নীতিশ কৃষ্ণ দাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিএসএমএমইউ তে কর্মরত মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মেহেদি হাসান। উল্লেখ্য, ডা. মেহেদী হাসান করোনা মহামারীকালে একজন সম্মুখযোদ্ধা হিসেবে আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ