Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংরেজির কারণেই রাজশাহী বোর্ডে ফলাফল বিপর্যয়

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : এবার এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড ছয় বছরের মধ্যে নি¤েœ অবস্থান করার কারণ হিসেবে জানাগেছে শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে সবচেয়ে খারাপ ফলাফল করেছে। শুধু ইংরেজি বিষয়ে ফেল করেছে ১৩ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী। মূলত এ বিষয়টিতে ফলাফল খারাপ করায় পাশের হারে অনেক পিছিয়ে পড়েছে। রাজশাহী শিক্ষাবোর্ডের সিনিয়র সিস্টেম এনালাইসিস্ট প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলো এক লাখ ৬ হাজার ৮০৫ জন। এর মধ্যে পাশ করেছে ৯২ হাজার ৯৬৭ জন। ফেল করেছে ১৩ হাজার ৮৩৮ জন। এই বিষয়ে অকৃতকার্যের সংখ্যা সবচেয়ে বেশি। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, বিদেশী ভাষা বলে বরাবরই ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা ফলাফল ভালো করতে পারে না। যে বছর ইংরেজিতে ফলাফল ভালো হয় সেই বছর বোর্ডের ফলাফলও ভালো হয়। বিদেশী ভাষার কারণে শিক্ষার্থীদের কাছে ইংরেজি কঠিন মনে হয়। শিক্ষার্থীদের মনোযোগের অভাব ও পাঠদানের শিথীলতার কারণে ইংরেজি বিষয়ে এমন ফলাফল হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংরেজির কারণেই রাজশাহী বোর্ডে ফলাফল বিপর্যয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ