Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিস্কোপে মহাকাশ দেখল শিক্ষার্থীরা

বিজ্ঞান জাদুঘরের আয়োজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রাম মহানগরী থেকে ৪৭ কিলোমিটার দূরে বোয়ালখালী উপজেলার পাহাড়ি এলাকায় টেলিস্কোপে মহাকাশ অবলোকন করেছে শিক্ষার্থীরা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি ওই গ্রামের বাসিন্দারাও রাতের আঁধারে দূর আকাশে গ্রহ-নক্ষত্র দেখার বিরল সুযোগ পান। গত শনিবার এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তার আগে উপজেলা সদরে গোমদন্ডী পাইলট হাইস্কুলে বিজ্ঞান জাদুঘরের অর্থায়নে বিজ্ঞান বিষয়ক বক্তৃতা ও বিজ্ঞান সভার আয়োজন করা হয়। এতে ১১ জন তরুণ শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে প্রতিযোগীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ উদ্যোগ নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ