Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাকসিন ফার্মগুলোর সাথে দেখা করবেন বাইডেনের উপদেষ্টারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্থবির থাকায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টারা আগামী দিনগুলোতে ভ্যাকসিন প্রস্তুতকারকদের সাথে সাক্ষাৎ করবেন। সরকারের শীর্ষ এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানান, চলমান জনস্বাস্থ্য সঙ্কটের সময়ে ক্ষমতা হস্তান্তর নিয়ে এ বিলম্ব অনেক সমস্যার। জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান ডা. অ্যান্টনি ফৌসি বলেন, ‘অবশ্যই ভালো হবে যদি আমরা শিগগিরই তাদের সাথে কাজ শুরু করতে পারি।’ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি সম্ভবত সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। এমন অবস্থায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্যাকসিন প্রস্তুতকারীদের কাছে যেতে চাচ্ছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন রোগী শনাক্তের ক্ষেত্রে গত সাত দিনের গড় শনিবার দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪০০ জনে। ইউএনবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন-ফার্মগুলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ