মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো ও হাজার হাজার নিরীহ-নিরপরাধ পাকিস্তানীকে হত্যার দায়ে ভারতকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় মদতে পরিচালিত ভারতের সন্ত্রাসী কর্মকান্ড চিরতরে বন্ধ করতে বিশ্বকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার। সেখানে তারা সন্ত্রাসে নয়া দিল্লির জড়িত থাকার ও পৃষ্ঠপোষকতার অকাট্য প্রমাণ স্বরূপ বিভিন্ন দলিল উপস্থাপন করেন। এরপরই শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ভারতকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘রাষ্ট্রীয় মদত ও পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার অকাট্য তথ্যপ্রমাণ আমরা উপস্থাপন করেছি। পাকিস্তানের ভিতরে রাষ্ট্রীয়ভাবে ভারতের সরাসরি জড়িত থাকার বিষয়ে এসব তথ্যপ্রমাণ বিশ্বের সকল দেশের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এসব প্রমাণ পাওয়ার পরও ভারতের এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিষয়ে বাকি বিশ্ব উদাসীন বা চুপ করে বসে থাকতে পারে না।’ তিনি বলেন, ভারতীয় এই সন্ত্রাসবাদ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নয়া দিল্লিকে বাধ্য করতে হবে। পাশাপাশি হাজার হাজার নিরীহ-নিরাপরাধ পাকিস্তনী জনসাধারণকে হত্যার জন্য ভারতকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে। কোরেশি বলেন, ভারত তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছে। নয়া দিল্লি প্রতিবেশী দেশগুলো থেকে তাদের ওপর হামলার পরিকল্পনা করছে বলেও দাবি করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ জাতিসংঘে পাঠাবে পাকিস্তান। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া পারমাণবিক শক্তিসম্পন্ন দক্ষিণ এশিয়ায় শান্তিরক্ষার গ্যারান্টি দেয়া কঠিন। তিনি বলেন, আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যা দলিল আকারে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক স¤প্রদায়ের সামনে উপস্থাপন করব। এসময় পাকিস্তানে হামলার সঙ্গে ভারতের কথিত সংশ্লিষ্টতার কিছু প্রমাণ উপস্থাপন করেন বাবর ইফতিখার। এর মধ্যে ছিল আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের ভেতর অভিযুক্ত হামলাকারীদের ছবি এবং তাদের অর্থায়নের কিছু ব্যাংকের রশিদ। দক্ষিণ পাকিস্তানের বালোচ বিচ্ছিন্নতাবাদী শীর্ষ নেতা আল্লাহ নজরের সঙ্গে এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত আলাপচারিতার অডিও ক্লিপও বাজিয়ে শোনান এ পাকিস্তানি সেনা কর্মকর্তা। ইফতিখার দাবি করেন, ভারতীয় গোয়েন্দারা বিশেষভাবে চীন সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে। তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের অক্টোবরে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াদারে একটি বিলাসবহুল হোটেলে প্রাণঘাতী হামলার আগে এবং হামলার সময়ও হামলাকারীরা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে টেলিফোনে যুক্ত ছিলেন। নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান, জামাত-উল-আজহার ও আল্লাহ নজরের বালোচ লিবারেশন আর্মিকে ভারত পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন মেজর জেনারেল বাবর ইফতিখার। পাকিস্তান সরকারের এই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় কর্মকর্তাদের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। নয়াদিল্লি একইভাবে পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সীমান্তের অভ্যন্তরে হামলা চালিয়েছে এমন জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতার অভিযোগ করেছে। ওয়াশিংটন টাইমস, আল-জাজিরা, ইয়েনি শাফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।