মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার ত্বরান্বিত করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার। তিনি বলেছেন, মার্কিন বাহিনীর দেশে ফেরার সময় হয়েছে। নিয়োগ পাওয়ার পর সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া নিজের প্রথম ভাষণে তিনি এমন মন্তব্য করেন। ভিন দেশের যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নেওয়ার ট্রাম্পের অঙ্গীকারের প্রতি নিজের জোরালো অবস্থানের কথা জানান ক্রিস্টোফার মিলার। তিনি বলেন, সব যুদ্ধের অবসান ঘটাতে হবে। তবে আমেরিকা যেন আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ না হয়। সামরিক বাহিনীর উদ্দেশে ক্রিস্টোফার মিলার বলেন, ‘আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। আমাদের সবকিছু দিয়েছি। এখন বাড়ি ফেরার সময় হয়েছে।’ তিনি বলেন, আমরা চিরস্থায়ীভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার লোক নই। অবশ্যই যাবতীয় যুদ্ধের ইতি ঘটাতে হবে। ৩ নভেম্বর নির্বাচনের চার দিনের মাথায় ৭ নভেম্বর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন বিজয় নিশ্চিত করতে সমর্থ হন। ডিডব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।