Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঠিন সিদ্ধান্তের মুখোমুখি বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নভেল করোনাভাইরাসজনিত মহামারি মোকাবিলায় স্বল্পমেয়াদে দেশব্যাপী লকডাউনে ফিরে যাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জো বাইডেন। দেশটির ইতিহাসে অন্য কোনো নতুন প্রেসিডেন্ট এ ধরনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হননি। সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরবে কি না- এটি এমন একটি প্রশ্ন যা নির্বাচিত প্রেসিডেন্ট এড়িয়ে যেতে চান। তবে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর নির্বাচনের সেই সপ্তাহে জো বাইডেন মার্কিনিদের মাস্ক পরতে এবং নভেল করোনাভাইরাসকে হুমকি হিসেবে দেখার জন্য উৎসাহিত করেন। বাইডেন চলতি সপ্তাহে করোনাভাইরাস মোকাবিলায় একটি উপদেষ্টা বোর্ড ঘোষণা করেছিলেন। ওই উপদেষ্টা বোর্ডের সদস্যদের মধ্যে লকডাউন-সংক্রান্ত বিতর্ক দেখা দিয়েছে। ড. মাইকেল অস্টারহোম নামের ওই কমিটির একজন সদস্য যেসব মার্কিনিদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে তাদের আর্থিক সহায়তা দিয়ে চার থেকে ছয় সপ্তাহের জন্য লকডাউন জারি করার পরামর্শ দেন। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখোমুখি-বাইডেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ