Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লিবিয়ায় নির্বাচনে ঐকমত্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

লিবিয়ার রাজনৈতিক প্রতিপক্ষরা আগামী বছর দেশটির পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে। জাতিসংঘের একজন দ‚ত এ কথা জানিয়েছেন। তিউনিসিয়ায় এক রাজনৈতিক সংলাপে তারা এই ঐক্যমত্যে পৌঁছেছে। লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকার ও জেনারেল খলিফা হাফতারের প্রতিনিধিদের মধ্যে সোমবার থেকে এই আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘের সহায়তায় লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরামে (এলপিডিএফ) এই ঐকমত্য হয়। লিবিয়ায় ইউএন সাপোর্ট মিশনের প্রধান স্টেফানি উইলিয়ামস বলেছেন, তিউনিসিয়ায় আলোচনায় অংশ নেয়া গ্রুপগুলো ‘২০২১ সালের ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ব্যাপারে সম্মত’ হয়েছে। তবে নির্বাচন করার জন্য ‘দেশকে একত্রিত করতে নতুন একটি নির্বাহী কাঠামো দরকার।’ তিনি বলেছেন, বার্লিন সম্মেলনে হওয়া ঐকমত্যের ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোকে এই নতুন নির্বাহী কাঠামো তৈরি করতে হবে। এই কাঠামো অনুযায়ী একটি নতুন প্রেসিডেন্ট পরিষদ ও নির্বাহী বোর্ড গঠন করা হবে যারা ট্রানজিশনের সময়কাল ম্যানেজ করবে। আনাদোলু, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনে-ঐকমত্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ