Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় কারাগারে ১৮ হাজার বন্দির মৃত্যু : অ্যামনেস্টি

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় সরকারি কারাগারে বন্দি অবস্থায় ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১৮ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। এ ছাড়া কারাবন্দিদের নির্যাতনের ঘটনাও ঘটেছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। অ্যামনেস্টি জানিয়েছে, তারা ৬৫ জন নির্যাতিতের সাক্ষাৎকারসহ একটি প্রতিবেদন তৈরি করেছে, যেখানে কারাবন্দিদের নির্যাতনের এ তথ্য উঠে এসেছে। ওই ৬৫ নির্যাতিত ব্যক্তি কারাগারগুলোতে নির্যাতন ও অবমূল্যায়নের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এ নির্যাতন বন্ধের জন্য দামেস্ককে চাপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। ‘ইট ব্রেকস দ্য হিউম্যান’ : টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়া’স প্রিজনস  নামের অ্যামনেস্টির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার কারাগারে ১৭ হাজার ৭২৩ জনের বেশি লোক মারা গেছে। সে হিসাবে, প্রতিদিন প্রায় ১০ জনের মতো এবং মাসে ৩০০ এর বেশি লোক মারা গেছে। বন্দিদের কারাগারে পৌঁছানোর পর থেকেই প্রচন্ড মারধরের শিকার হতে হয় এবং এই নির্যাতন সিরিয়ার কারাগারগুলোতে ‘ওয়েলকাম পার্টি’ নামে পরিচিত। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় কারাগারে ১৮ হাজার বন্দির মৃত্যু : অ্যামনেস্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ