মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের উপদেষ্টা ও কংগ্রেসম্যান আল বালদাসারো ফের মন্তব্য করেছেন যে, হিলারি ক্লিনটনকে গুলি করে মারা উচিত। গত মাসেও এমন মন্তব্য করেছিলেন বালদাসারো। খবরে বলা হয়, মিডিয়ায় ট্রাম্পের ও তার প্রচারণা শিবিরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন আল বালদাসারো। ট্রাম্পের প্রচারণা দলের এই উপদেষ্টা বলেন, আমি যা বলেছি তা নিয়ে আইন ও সংবিধানের বিরুদ্ধে গিয়ে লিবারেল মিডিয়া প্রচার করেছে। আর তারা বলেছে, আমি চাই যে, হিলারিকে হত্যা করা হোক। কিন্তু আমি তা কখনই বলিনি। আমি উল্লেখ করেছিলাম যে, আমি একজন যুদ্ধপ্রবীণ হিসেবে কথা বলছি আর তাকে রাষ্ট্রদোহিতার জন্য ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা উচিত। নিউ হ্যাম্পশায়ার থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আল বালদাসারোর ওই মন্তব্যের ক’দিন পরই ট্রাম্প বন্দুকের মালিকদের প্রতি হিলারির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্প পরে এমন অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনার ঝড় বইছে এবং জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লস অ্যানজেলেস টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।