Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরে সরকারি গাছ কর্তনের দায়ে মেম্বারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৫:৫৬ পিএম

কেশবপুরে সরকারি রাস্তার ৪০ হাজার টাকা মূল্যের গাছ কর্তনের অভিযোগে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সবুরকে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কর্তনকৃত কাঠগুলো জব্দ করেন।
এলাকাবাসি জানায়, ১৯৯০/৯২ সালে বেসরকারি সংগঠন গণসাহায্য সংস্থার উদ্যোগে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি মালোপাড়া সড়কের দু‘পাশ দিয়ে রোডশিশু গাছ রোপণ করা হয়। গত ১৫ নভেম্বর ভোরে ওই সড়কের পরিমল বিশ্বাসের বাড়ির সামনে থেকে বৃহদাকার একটি রোডশিশু গাছ ওয়ার্ড মেম্বার আব্দুস সবুর কাটতে যায়। এ সময় গ্রামবাসি বাঁধা দিলেও জোরপূর্বক গাছটি কেটে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছলে মেম্বার পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা সরকারি গাছ কর্তনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেম্বার আব্দুস সবুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সাথে ছিলেন চিংড়া ফাড়ি ইনচার্জ পুলিশের উপপরিদর্শক ওয়ালিউর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম, উপজেলা সার্ভেয়ার মেরাজ হোসেন প্রমুখ।
এ ব্যাপারে মেম্বার আব্দুস সবুর বলেন, গাছ কেটে আত্নসাতের ঘটনা সঠিক নয়। সাগরদঁাড়ি বাজারের সাকো মেরামতের জন্যে চেয়ারম্যানের অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছিল। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত জানান, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছলে তিনি গাছ কাটার ঘটনা জানতে পেরে সেখানে যান।
সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার অভিযোগে মেম্বারকে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কর্তনকৃত গাছগুলো জব্দ করে উপজেলা ভূমি অফিসে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ