Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দ্বিতীয়বারের মতো প্রচারণা শিবির রদবদল ট্রাম্পের

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজের প্রচারণা শিবিরে রদবদল করে তা ঢেলে সাজালেন। নতুন শিবিরের ক্যাম্পেইন ম্যানেজার করা হয়েছে পোলস্টার ক্যালিয়ানকে। সিইও হয়েছেন ব্রেইটবার্ট নিউজের স্টেফেন ব্যানন। যদিও ক্যাম্পেইন চেয়ারম্যানের দায়িত্বে বহাল আছেন পল ম্যানাফোর্ট। তবে তার ক্ষমতা কমিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন প্রচারণা শিবির সম্পর্কে ট্রাম্প বলেন, নতুন নিয়োগপ্রাপ্তরা দারুণ দক্ষ তারা বিশ্বসেরা। নিজের ওয়েবসাইটে ট্রাম্প লেখেন, আমি স্টেভ ও ক্যালিয়ান উভয়কেই বহুদিন ধরে চিনি। তারা খুবই দক্ষ এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন মানুষ, যারা জিততে ভালোবাসেন এবং জানেন কীভাবে জিততে হয়। গত মাসে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের পর জনমত জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বী ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের থেকে ক্রমাগত পিছিয়ে পড়ছেন ট্রাম্প। ট্রাম্প নানা বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করায় তার সহযোগী ও সমর্থকদের মধ্যে ক্রমেই হতাশা বেড়েছে। হতাশ হয়েছে তার প্রচার শিবির। ট্রাম্পের প্রচার শিবিরের ঘনিষ্ঠজনরা বলেছেন, তিনি ধারাবাহিকভাবে বেশ কিছু ভুল পদক্ষেপ নেয়ায় তা তার পিছু ছাড়ছে না। বিশেষ করে ইরাক যুদ্ধে নিহত মার্কিন মুসলিম সেনা ক্যাপ্টেন হুমায়ুন খানের পরিবারকে নিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন তা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা চলেছে। এর বিরুদ্ধে লড়তে হচ্ছে রিপাবলিকান প্রচার শিবির ও ডোনাল্ড ট্রাম্পকে। রিপাবলিকানদের অনেকেই ট্রাম্পকে তার বক্তব্যে নমনীয় হওয়ার জন্য চাপ দিয়েছেন। কিন্তু ট্রাম্প এসবের তোয়াক্কা না করে প্রচার কৌশলের ওপরই জোর দিচ্ছেন বলে মনে হচ্ছে। যে ধাঁচে প্রচারাভিযান চালিয়ে তিনি জিতে নিয়েছেন রিপাবলিকান দলের মনোনয়ন। এ সপ্তাহে ট্রাম্পের প্রচারশিবিরের প্রথম বড় ধরনের টিভি বিজ্ঞাপন শুরুর আগেই তিনি তার প্রচারদলকে নতুন করে ঢেলে সাজালেন। সিএনএন, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয়বারের মতো প্রচারণা শিবির রদবদল ট্রাম্পের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ