Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভারতের সেনাপ্রধানের অভিযোগ

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের সেনাবাহিনী প্রধান দলবীর সিং মন্ত্রী ভি কে সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান হওয়ার সময় ভি কে সিং মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এনে তার ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম। জেনারেল দলবীর সিং ভারতের সুপ্রিমি কোর্টে হলফনামায় বলেন, তিনি তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করার জন্য ভি কে সিং এমন কাজ করেছিলেন। ভারতে এই প্রথম কোনো দায়িত্ব পালনরত সেনাপ্রধান প্রকাশ্যে তার পূর্বসূরীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন। আর্মি কমান্ডার হিসেবে দলবীর সিং স্বজনপ্রীতির সুযোগ পেয়েছেন, এমন অভিযোগের প্রেক্ষাপটে হলফনামাটি দাখিল করা হয়। ২০১২ সালের এপ্রিল ও মে মাসে দলবীর সিংয়ের ওপর ডিভি নিষেধাজ্ঞা জারি করেন ওই সময়ের সেনাপ্রধান ভি কে সিং। তিনি অভিযোগ করেছিলেন, ২০১১ সালে আসামের জোরহাটে এক অভিযানে দলবীর সিং ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু ওই বছরের জুনে জেনারেল বিক্রম সিং ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। ২০১২ সালের ৩১ মে ভি কে সিং অবসর নিলে সেনাপ্রধান হয়েছিলেন বিক্রম সিং। এর পরপরই দলবীর সিং ইস্টার্ন কমান্ডের কমান্ডার হন। জেনারেল ভি কে সিংয়ের আমলে অনেক বিতর্ক হয়েছিল। তার জন্ম সনদ নিয়ে এ বিতর্কের সৃষ্টি হয়েছিল। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভারতের সেনাপ্রধানের অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ