মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকান দেশ লিবিয়ার গুরুত্বপূর্ণ উপকূলীয় নগরী সিরতে ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে পুনরুদ্ধারে প্রচ- লড়াই করছে জাতিসংঘ সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির ঐক্য সরকারের অনুগত বাহিনী। প্রচ- লড়াইয়ের পর গত মঙ্গলবার শহরটির কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট টু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আইএসের দখলে থাকা ডিস্ট্রিক্ট ওয়ান দখলে এগিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই পুরো সিরতে দখলে সক্ষম হবে তারা। সিরতে শহরটি দেশটির সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান। সিরিয়া এবং ইরাকের বাইরে এই শহরেই আইএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি আছে। আইএস ২০১৪ সালে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ঘনবসতিপূর্ণ সিরতে শহর এবং এর আশপাশের ২৫০ কিলোমিটার এলাকাজুড়ে নিজেদের ঘঁাঁটি গড়ে তোলে। এছাড়া দেশটির আরো কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও সেগুলো ধরে রাখতে ব্যর্থ হয় আইএস। গত মে থেকে শহরটি উদ্ধারে অভিযান শুরু করে সরকারি বাহিনী। একসময় সিরতে শহরে সংগঠনটির প্রায় ছয় হাজার সদস্য থাকলেও সরকারি বাহিনীর টানা হামলায় এই সংখ্যা দ্রুত কমছে। মূলত তেলসমৃদ্ধ হওয়ায় শহরটির দখল সরকারি বাহিনী এবং আইএস উভয়ের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এই উদ্ধার অভিযানে অংশ নেয়া বেশিরভাগ সরকারি সেনাই সিরতের পার্শ্ববর্তী মিসতারা শহরের অধিবাসী। সম্প্রতি আইএসের হাত থেকে ইরাক ও সিরিয়ার দুটি শহর উদ্ধারে সরকারি বাহিনীর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে লিবিয়ায় অভিযানের তীব্রতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ডিস্ট্রিক্ট টু দখলের পাশাপাশি কেন্দ্রীয় সিরতের আশপাশের অঞ্চলগুলোও নিজেদের নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী। সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট টু নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর এখন ডিস্ট্রিক্ট ওয়ান দখলে লড়াই চলছে। প্রসঙ্গত, ডিস্ট্রিক্ট ওয়ানই বর্তমানে সিরতে শহরে আইএসের হাতে থাকা সর্বশেষ এলাকা। আল-জাজিরা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।