Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিভাবক হারাল চট্টগ্রাম ক্রীড়াঙ্গণ

সেলিম আবেদীনের ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিসিবি’র সাবেক পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মোহামেডানের গভর্নিং বডির মহাসচিব, সাবেক কৃতি ক্রীড়াবিদ সেলিম আবেদীন চৌধুরী (৭৩) আর নেই। গতকাল সন্ধ্যা ৬ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন রেখে যান। আজ বাদ জোহর আবেদীন কলোনি মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের ক্রিকেট বলতে আবেদীন পরিবারকেই বুঝাতো। নিজে ছিলেন বরেন্য ক্রিকেটার, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও বিসিবি’র বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নুরুল আবেদীন নোবেলের চাচা, তার ছেলে শাকিল আবেদীনও একজন ক্রিকেটার। বিশিষ্ট এই ক্রীড়ানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। গতকাল অনেকেই ছুটে যান তার বাড়িতে। বিসিবি পরিচালক ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোঃ আলমগীর, চট্টগ্রাম মোহামেডানের সভাপতি শাহ আলম বাবুল, সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংরাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম-ক্রীড়াঙ্গণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ