মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচনের পরদিন যেসব ব্যালট কেন্দ্রে গেছে সেগুলো বিবেচনায় না নিতে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় যে মামলা করেছিলেন, তার ছয়টিতে হেরেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার দুই বিচারক এই রায় দেন। ট্রাম্পের ক্যাম্পেইন থেকে মোট ৯ হাজার ‘অনুপস্থিত ব্যালট’ বাদ দিতে মামলা করা হয়। ‘ফিলাডেলফিয়া কাউন্টি অফ কমন পিলা’র বিচারক সংশ্লিষ্ট পাঁচটি মামলার রায়ে বলেন, করোনা মহামারীর সময়ে প্রথাগতভাবে অনেক জায়গায় ভোট নেয়া সম্ভব হয়নি। এ বিষয়টি মাথায় রেখে নির্বাচন হয়েছে। ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি অঙ্গরাজ্যের নির্বাচনী অফিস থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন সংবাদমাধ্যমগুলো জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করে। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন আন্তর্জাতিক নেতাদের অভিনন্দনও পেয়েছেন।
বিবিসি, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।