বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারে রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, পাচঁগার চরপাড়া গ্রামের রিফাত মোল্লা ও মোফাজ্জল হোসেন একটি মটর সাইকেল দিয়ে খাগকান্দা এলাকায় যাওয়ার পথে রাত ১০টার দিকে চালাকচরে পৌঁছলে ৫/৬ জনের এক দল ছিনতাই কারীর দল তাদের মটর সাইকেল থামিয়ে রিফাত মোল্লার নিকট থেকে ৮ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন এবং তার চাচাত ভাই মোফাজ্জলের নিকট থেকে ২ হাজার টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নেয়। এই বাধাঁ দিলে গেলে ছিনতাই কারীর দল মোফাজ্জলকে কুপিয়ে ও রিফাতকে পিটিয়ে আহত করে। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজাহার ঘটনা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারের চেস্টা চলছে। অপর দিকে খাগকান্দা ইউনিয়নের ডোমারচর বাজারে দোকানের টিন কেটে কবির ও সেলিমের দোকানে চুরির ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।