Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ৭ প্রাণ

ছুটির দিনে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ছুটির দিনের সড়কে ঝরল ৭ প্রাণ। আহত হয়েছেন ৯ জন। নিহতদের মধ্যে ঝিনাইদহ ও ময়মনসিংহে ২ জন করে, রাজবাড়ী, গোপালগঞ্জ ও নওগাঁয় একজন করে।
ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০) ও ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২)। এলাকাবাসী জানান, সকাল ৯টার দিকে উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হন। অপরদিকে একই সময় উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের জানলা কাটা ব্রীজের পাশে গরুবোঝায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গরু ব্যবসায়ী নিহত হন।
ময়মনসিংহ : দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে দ্রæতগামী মাহিন্দ্রর ধাক্কায় ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়ময়নসিংহ মহাসড়কের শিকারীকান্দা বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা হলেন, সদর উপজেলার চুরখাইয়ের হেলাল উদ্দিনের মেয়ে চামেলী ও পারাইল গ্রামের আমজাদ আলীর ছেলে পলাশ।
নওগাঁ : নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় মাছুদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সান্তাহার-নওগাঁ সড়কের খাট্টাসাহাপুর ঢাকা রোডের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন। নিহত মাছুদা বেগম নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।
রাজবাড়ী : রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গতকাল মো. আতিয়ার মোল্লা নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। আতিয়ার মোল্লা গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার বিল্লাল মোল্লার ছেলে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টনবাজার এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে শ্যালোইঞ্জিন চালিত একটি নসিমনের সংঘর্ষে বেলায়েত মোল্লা (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত একই উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের মকিত মোল্লার ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নসিমনটির চালক বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ