Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিসরে বিধ্বস্ত হেলিকপ্টার

যান্ত্রিক ত্রুটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মিসরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। একটি সূত্র জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার মিসরের অবকাশ শহর শার্ম আল শেখের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল ফোর্স অ্যান্ড অবজারভারসের (এমএফও) সদস্যরা ছিলেন। এমএফও জানিয়েছে, নিহত সাত শান্তিরক্ষীর মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের, একজন ফ্রান্সের ও একজন চেক প্রজাতন্ত্রের। এমএফওর বিবৃতিতে বলা হয়, নিহত সাতজনের সবাই সেনাসদস্য। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের এক এমএফও সদস্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করা হয়েছে। এমএফওর বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি নিয়মিত মিশনে ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। চেক প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের এক সেনাসদস্যের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তারাও হেলিকপ্টার দুর্ঘটনার জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে পাঁচ মার্কিন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আর আহত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়। ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তি চুক্তি হয়। এই চুক্তির আওতায় সিনাই উপত্যকার বেসামরিকীকরণ পর্যবেক্ষণে এমএফও গঠন করা হয়। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিধ্বস্ত-হেলিকপ্টার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ