Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল ছেড়ে রিহ্যাবে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

এক লড়াইয়ে জিতে আরেক লড়াইয়ের সামনে দিয়েগো ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এই ফুটবল কিংবদন্তি গেছেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক হাসপাতাল থেকে গতপরশু তাকে নিরাময় ক্লিনিকে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।
শারীরিকভাবে অসুস্থ বোধ করায় গত ৩ নভেম্বর ম্যারাডোনাকে লা প্লাতার ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পরের দিন তাকে করানো হয় অস্ত্রোপচার। হঠাৎ করে অ্যালকোহল পরিহার করায় কিছু সমস্যা দেখা দেওয়ায় প্রত্যাশার চেয়ে বেশি দিন হাসপাতালে থাকতে হয়েছে ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে। এসময় ম্যারাডোনার সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।
আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব হিমনাসিয়ার এই কোচ আছেন বুয়েন্স আইরেসের উত্তরে একটি পুনর্বাসন কেন্দ্রে। পুরোপুরি সেরে উঠতে ম্যারাডোনা লড়াই চালিয়ে যেতে প্রত্যয়ী বলে জানান তার আইনজীবী মাতিয়াস মোরলা, ‘ম্যারাডোনা পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে চায়...। ভালো দিক হলো, দিয়েগো সবার সঙ্গে আছে, দিয়েগো মনোবল ধরে রেখেছে।’ এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ম্যারাডোনাকে। তবে এবার তাকে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে মনে করেন মোরলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিহ্যাবে-ম্যারাডোনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ