Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বকালের সেরা হতে রোনালদোর দরকার ৮ গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আলি দাইয়ি এত দিন ছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে। ১০৯ গোল নিয়ে এখনো ইরানের এই স্ট্রাইকারই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। তবে সিংহাসনটা খুব বেশি দিন ইরানের সাবেক তারকার থাকবে বলে মনে হয় না। আন্তর্জাতিক ফুটবলে গোলের শিখরে ওঠার দিকে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতপরশু অ্যান্ডোরার সঙ্গে প্রীতি ম্যাচে একটি গোল করে সেদিকে আরও এক ধাপ এগিয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক। দল পেয়েছে ৭-০ গোলের উড়ন্ত জয়।

অ্যান্ডোরার সঙ্গে খেলা, তা- ও আবার প্রীতি ম্যাচে। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে তাই একাদশে না রেখে একটু বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু বিরতির পর তাঁকে মাঠে নামান কোচ। মারিও রুইয়ের ক্রসে মাথা ছুঁইয়ে স্কোরশিটে নাম লেখান ৮৫ মিনিটে। পর্তুগালের হয়ে এটি তার ১০২তম গোল। আলি দাইয়িকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৮টি গোল লাগবে রোনালদোর।
এ মাসে আরও দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। দুটি ম্যাচই উয়েফা নেশনস লিগে। আগামী শনিবার নিজেদের মাঠে তারা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। ১৭ নভেম্বর পর্তুগালকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে ক্রোয়েশিয়া। অ্যান্ডোরার সঙ্গে প্রীতি ম্যাচের আগে রোনালদো পর্তুগালের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত ১১ অক্টোবর। উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল পর্তুগাল। করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তাঁকে ছাড়াই ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল পর্তুগাল।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষ ৯-এ রোনালদো ছাড়া বর্তমান ফুটবলারদের আর কেউ নেই। ৮৪ গোল নিয়ে তৃতীয় স্থানে কিংবদন্তি হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাস। চতুর্থ স্থানে থাকা জাম্বিয়ার সাবেক ফুটবলার গডফ্রে চিতালুর গোল ৭৯টি। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার পেলের আন্তর্জাতিক গোল ৭৭টি। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে আছেন তালিকার ষষ্ঠ স্থানে।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরই আছেন ভারতের সুনীল ছেত্রী (৭২ গোল)। ভারতীয় স্ট্রাইকার আছেন তালিকার ১০–এ। এই সময়ের খেলোয়াড়দের মধ্যে এরপরই আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। আর্জেন্টিনার হয়ে ১৪০ ম্যাচ খেলে ৭১ গোল করেছেন মেসি। আর নেইমারের গোল ৬৪টি। ব্রাজিলের জার্সিতে খেলা সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচ খেলা রোনালদোর গোল ৬২টি। ৬৪ গোল করতে নেইমার ব্রাজিলের হয়ে খেলেছেন ১০৩ ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষ ৯-এ রোনালদো ছাড়া বর্তমান ফুটবলারদের আর কেউ নেই। ৮৪ গোল নিয়ে তৃতীয় স্থানে কিংবদন্তি হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাস। চতুর্থ স্থানে থাকা জাম্বিয়ার সাবেক ফুটবলার গডফ্রে চিতালুর গোল ৭৯টি। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার পেলের আন্তর্জাতিক গোল ৭৭টি। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে আছেন তালিকার ষষ্ঠ স্থানে।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরই আছেন ভারতের সুনীল ছেত্রী (৭২ গোল)। ভারতীয় স্ট্রাইকার আছেন তালিকার ১০–এ। এই সময়ের খেলোয়াড়দের মধ্যে এরপরই আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। আর্জেন্টিনার হয়ে ১৪০ ম্যাচ খেলে ৭১ গোল করেছেন মেসি। আর নেইমারের গোল ৬৪টি। ব্রাজিলের জার্সিতে খেলা সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচ খেলা রোনালদোর গোল ৬২টি। ৬৪ গোল করতে নেইমার ব্রাজিলের হয়ে খেলেছেন ১০৩ ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদোর-দরকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ