Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাইলসের বিলম্বিত রেকর্ড

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কীর্তিটা এক দিন আগেই গড়তে পারতেন সিমোন বাইলস। বিমে পিছলে পড়ে স্বর্ণ হাতছাড়া না হলে প্রথম নারী অ্যাথলেট হিসেবে এক আসরে সর্বোচ্চ চারটি স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্রের এই ১৯ বছর বয়সী জিমন্যাস্ট। গতকাল যখন ফ্লোরে নামলেন, সঙ্গীতের তালে, সুরের মূর্ছনায় দুর্দান্ত সব কলা-কৌশল দেখালেন বাইলস। জিতে নিলেন রিও অলিম্পিকের চতুর্থ স্বর্ণ পদকটি। গেলপরশু মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১৫.৯৬৬ স্কোর করে চ্যাম্পিয়ন হন ১৯ বছর বয়সী বাইলস। যুক্তরাষ্ট্রের এই তরুণী নাম লেখালেন রেকর্ড পাতায়। রিও অলিম্পিকে এর আগে দলীয়, অল-অ্যারাউন্ড ও ভল্টে সেরা হয়েছিলেন বাইলস। ফ্লোরেও স্বর্ণ জিতে অলিম্পিকের ইতিহাসে এক আসরে নারী জিমন্যাস্ট হিসেবে সর্বোচ্চ চারটি স্বর্ণ পদক জয়ের রেকর্ড স্পর্শ করলেন তিনি। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (মেলবোর্ন ১৯৫৬) হাঙ্গেরির আগনেস কেলেতি (মেলবোর্ন ১৯৫৬), চেক রিপাবলিকের ভিয়েরা চালসলাভস্কা (মেক্সিকো ১৯৮৪) ও রোমানিয়ার একাতেরিনা সাবো (লস অ্যাঞ্জেলেন ১৯৮৪)। বাইলসের স্বদেশি অ্যালেকজ্যান্ড্রা রেইজম্যান ১৫.৫০০ স্কোর করে রুপা জেতেন। ব্রিটেনের অ্যামি টিংকলার ১৪.৯৩৩ স্কোর করে জেতেন ব্রোঞ্জ। আগের দিন বিমে পিছলে পড়ে স্বর্ণ জিততে পারলে ইতিহাসে প্রথম জিমন্যাস্ট হিসেবে এক আসরে ৫টি সোনা জেতার রেকর্ড করতে বাইলস।
ছেলেদের অল অ্যারাউন্ড ইভেন্টে সোনার সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত রুপাতেই সন্তুষ্ট থাকতে হয় ওলেগ ভারনিয়াভকে। তবে প্যারালাল বারে আর ব্যর্থ হননি; সোনার পদক গলায় ঝুলিয়েছেন ইউক্রেনের এই জিমন্যাস্ট। স্বর্ণ জিততে ১৬.০৪১ স্কোর করেন ভারনিয়াভ। ০.১৪১ পয়েন্ট কম স্কোর করে রুপা জেতেন যুক্তরাষ্ট্রের ড্যানেল লেইভা। রাশিয়ার দভিদ বেলিয়াভস্কি পেয়েছেন ব্রোঞ্জ। আর হরিজন্টাল বারে শ্বাসরুদ্ধকর কৌশল দেখিয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সোনা জিতেছেন জার্মানির ফাবিয়ান হামবুশেন। চতুর্থ অলিম্পিকে এসে অবশেষে সোনার পদক জিতলেন ২৮ বছর বয়সী এই জিমন্যাস্ট। ১৫.৭৬৬ স্কোর করে প্রথম হন তিনি। প্যারালাল বারে রুপা জেতা ড্যানেল লেইভা এই ইভেন্টেও দ্বিতীয় হন। ব্রিটেনের নাইল উইলসন জেতেন ব্রোঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইলসের বিলম্বিত রেকর্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ