Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যর্থ মিশন শেষে ফিরলেন সিদ্দিকুর

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রিও অলিম্পিকের ব্যর্থ মিশন শেষে ঢাকায় ফিরে এসেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। গতকাল ভোর পাঁচটায় তিনি হযরত শাহজালাল (রহ.) বিমান বন্দরে এসে পৌঁছান। প্রথম বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে সিদ্দিকুর এবার সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেও রিও’তে নিজেকে মেলে ধরতে পারেননি। শুরুটা ভালো করলেও শেষটা খুব বাজে হয়েছে তার। তাই শেষ পর্যন্ত তিনি হতাশ করেছেন জাতিকে। রিও অলিম্পিকের গলফে অংশ নেয়া ৬০ জনের মধ্যে ৫৯তম হয়েই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের সেরা এই গলফারকে। রিও’তে খুব বাজে পারফরমেন্স করলেও হতাশ নন সিদ্দিকুর। কাল ঢাকায় ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক স্ট্যাটাস দেন সিদ্দিকুর। সেখানে তাকে সমর্থন করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। সিদ্দিকুর লিখেন, ‘নিজের জন্মভূমিতে ঠিকমতোই ফিরতে পেরেছি। আমি জানি, রিও অলিম্পিকে আপনাদের সবাইকে হতাশ করেছি। তবে আমি নিজের সেরাটা দিতেই চেষ্টা করেছি। তারপরও অলিম্পিকে খেলার এই অভিজ্ঞতা আমার জীবনে অবিশ্বাস্য একটি বিষয়। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। অলিম্পিকের মতো আসরে অংশ নেয়া আমার জীবনের সেরা আশীর্বাদ এবং প্রেরণার অংশ। এখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আমি নিজের গলফ ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে পারবো বলেই বিশ্বাস করি। আর আমাকে সমর্থন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
তবে গতকাল খুব ভোরে দেশে ফেরার কারণে বেশ ক্লান্ত ও পরিশ্রান্ত ছিলেন সিদ্দিকুর। তাই বিকাল পর্যন্ত ঘুমিয়েই সময় কাটান তিনি। যে কারণে মুঠোফোনে কথা বলতে চাননি। অলিম্পিক মিশন শেষ। এবার সিদ্দিকুর প্রস্তুতি নেবেন সুইজারল্যান্ড যাওয়ার জন্য। সেখানে ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ওমেগা ইউরোপীয়ান মাস্টার্স। ২৭ লাখ সুইস ক্রোনার (তিন মিলিয়ন মার্কিন ডলার) প্রাইজমানির টুর্নামেন্টে খেলতে ২৭ আগস্ট সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যর্থ মিশন শেষে ফিরলেন সিদ্দিকুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ