Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোজাম্বিকে ৫০ জনের শিরশ্চেদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পাঁচ দিনের ব্যবধানে আফ্রিকার দেশ মোজাম্বিকে আরও ৫০ জনের শিরশ্চেদ করেছে জঙ্গিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই ঘটনার জন্য ইসলামপন্থীদের দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠকে ‘মৃত্যুদÐ কার্যকরের’ স্থান হিসেবে ব্যবহার করেছে। অন্য কয়েকটি গ্রামে আরও কয়েক জনকে হত্যা করা হয়েছে। গ্যাস সমৃদ্ধ ক্যাবো দেলগাদো প্রদেশে ২০১৭ সাল থেকেই এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে। এর আগে গত ৫ নভেম্বর দেশটির বিদ্রোহকবলিত উত্তর-প‚র্ব অঞ্চলে একইভাবে ২০ জনকে হত্যা করা হয়। এই ২০ জনের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন কিশোর। তাদের লাশগুলো একটি বনের মধ্যে ছড়ানো-ছিটানো ছিল। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে গত কয়েক বছরে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৪ লাখ ৩০ হাজারের বেশি। সোমবারের হামলাকে বিবিসির প্রতিবেদক সা¤প্রতিক সময়ের অন্যতম নৃশংস বলে মন্তব্য করেছেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরশ্চেদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ