বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জে বিবদমান এ দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার প্রকাশে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে। এ নিয়ে আবারো চরম উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে। এ নিয়ে আখড়াবাজার ও পিটিআই মোড় এলাকার কয়েকটি বাড়িঘরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
জানাযায়, কিশোরগঞ্জ শহরে দুগ্রুপের পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে প্রকাশ্যে ফারহান মাসুদ বিজয় (২২) নামে এক তরুণ খুন হয়েছেন।
সোমবার বিকালে শহরের আখড়াবাজার ও নগুয়া এলাকার প্রথম মোড়ে রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ফারহান নগুয়া প্রথম মোড় এলাকার আবদুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী সদরে।
জানা যায়, সোমবার বিকালে শহরের নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বিজয়ের।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে বিল্লাল নামে এক যুবক তার লোকজনসহ সোমবার বিকাল ৪টার দিকে শহরের নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় বিজয়ের ওপর হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।