Inqilab Logo

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০, ১৪ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত-পাকিস্তান

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সুখবরটা ক্যারিবিয় দ্বিপপুঞ্জে বসেই শুনল বিরাট কোহলির দল। ওয়ার্ন-মুরালিধরন ট্রফিতে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ায় টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। সেই সুযোগে শীর্ষে উঠে এসেছে কোহলির ভারত। তবে এই শীর্ষস্থানটি ধরে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে আজ থেকে শুরু হওয়া টেস্টে জিততেই হবে ভারতকে। ড্র হলেও শীর্ষস্থান দখলে নেবে পাকিস্তান। ১১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, মাত্র ১ পয়েন্ট পিছনে থেকে দুইয়ে পাকিস্তান।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই শ্রীলঙ্কায় পা রেখেছিল অস্ট্রেলিয়া। র‌্যাংকিংয়ের ৭ নম্বর দলের কাছে হোয়াইটওয়াশ হয়ে তারা খুঁইয়েছে ১০ পয়েন্ট। চারে থাকা ইংল্যান্ডেরও সমান ১০৮ পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় অবস্থানে অজিরা। অপরদিকে ১০ পয়েন্ট পেয়ে মোট ৯৫ পয়েন্ট নিয়ে লঙ্কানরা উঠে এসেছে ৬ নম্বরে। ৯৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নিউ জিল্যান্ড। ৯২ পয়েন্ট নিয়ে সাতে দক্ষিণ আফ্রিকা। কাল থেকে শুরু হবে পাঁচ ও সাতে থাকা দু’দলের মধ্যে টেস্ট সিরিজ। ৬৫ ও ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম ও নবম অবস্থানে যথাক্রমে উইন্ডিজ ও বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত-পাকিস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ