মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের পশ্চিম বাগদাদে আইএসের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। হামলার এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার এ হামলার ঘটনা ঘটে জানিয়েছে তারা। জানা যায়, বাগদাদ বিমানবন্দরের কাছে রাজধানীর দক্ষিণ শহরতলিতে আল-রাদওয়ানিয়াহ এলাকায় অবস্থানরত হাশদ ফোর্সের ওপর গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালায় জঙ্গিরা। এতে হাশদ ফোর্সের পাঁচ সদস্য এবং ছয় বেসামরিক নাগরিককে হত্যা করে আইএস। আহত আটজনকে মধ্য বাগদাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালে ইরাকে এক-তৃতীয়াংশ এলাকায় অভিযান চালিয়ে উত্তর ও পশ্চিম ইরাকের গুরুত্বপ‚র্ণ শহরগুলো দখলে নেয়। একপর্যায়ে তারা রাজধানী বাগদাদের উপকণ্ঠে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট বাহিনীর অধীনে তিন বছরের ভয়াবহ লড়াইয়ের পর ২০১৭ সালে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।