মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘ভোট জালিয়াতির’ তথ্য জানানোর জন্য হটলাইন নম্বর খুলেছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল। তবে এই হটলাইন পড়েছে ‘বেরসিক’ টিকটক আর টুইটার ব্যবহারকারীদের কবলে। এতো বেশি প্রাঙ্ক কল আসতে শুরু করেছে যে সামলাতে গিয়ে ট্রাম্পের কর্মীরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ভার্জিনিয়ায় নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয় থেকে হটলাইন খোলা হয়েছে। কোনো কেন্দ্রে ভোট জালিয়াতির তথ্য জানা থাকলে এই নম্বরে জানানো যাবে। কিন্তু হটলাইনটি এখন তাদের এক ‘দুঃস্বপ্ন’-এ পরিণত হয়েছে! বেশিরভাগ কলই আসছে ট্রাম্প বিরোধীদের কাছ থেকে। কল করে কোনো কথা না বলে শুধু হাসি তামাশা করছে অনেকে। কেউ কেউ ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের বিজয় নিয়ে বিদ্রুপাত্মক কথা বলার পর অযথাই ঝুলে রাখছে, এতে লাইনটি ব্যস্ত থাকছে এবং অন্যরা কথা বলতে পারছে না। অ্যাক্সিওস-এর প্রতিনিধি জোনাথন সোয়ান জানিয়েছেন, কেউ কেউ একের পর এক ‘প্রাপ্তবয়স্ক ছবি’ পাঠাচ্ছে। ‘বামপন্থী কিশোরদের’ কাছ থেকেও কল আসছে। এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প টুইটারে অভিযোগ করেছেন, এসব ডেমোক্র্যাটিক পার্টির লোকদেরই কাজ। এসব প্রাঙ্ক কলের পেছনে তাদেরই হাত আছে। প্রথম দিকে কিছু কলার লাইনগুলো ব্যস্ত রাখার ব্যাপারে বেশি আগ্রহী ছিল। একটিতে একজন কলার বলেন, এখানে একটা হুলো কচ্ছপ উল্টে গিয়ে গড়াগড়ি করছে, আর কড়া রোদের মধ্যে অস্থির হয়ে হাত-পা ছুঁড়ছে। উল্লেখ্য, ডোমেক্র্যাটপন্থি সংবাদ মাধ্যম সিএনএনের অ্যাঙ্কর অ্যান্ডারসন কুপার গত সপ্তাহে ট্রাম্প সম্পর্কে এমন বিশেষণই ব্যবহার করেছিলেন। গত রোববার রাতে এই প্রাঙ্ক কলারদের গ্রুপে যোগ দিয়েছেন কৌতুক অভিনেতা অ্যালেক্স হিরচ। হটলাইনে একটি কলে তার রেকর্ড করা কথা বাজানো হয়। সেখানে তিনি বলেছেন, সুতরাং আমি একজন লোককে দেখেছি, তিনি এই বিল্ডিংয়ের ভেতরে হেঁটে ঢুকেছিলেন। এবং তিনি একটি পোশাক পরেছিলেন - তার একটি কালো টুপি, একটি কালো মাস্ক, ডোরাকাটা শার্ট এবং একটি লাল টাই পরিহিত ছিলেন। এবং আমার বিশ্বাস, তার ব্যাগে হ্যামবার্গার ছিল? এবং তিনি বলছিলেন, কিন্তু আসলে কিছুই বলছিলেন না। যখন তিনি চোরের মতো বিল্ডিং থেকে বের হচ্ছিলেন, বুঝলেন, আমার মনে হয়, তিনি সম্ভবত অ্যান্টিফা (অ্যান্টি ফ্যাসিস্ট)। আমি কি রুডি জুলিয়ানির সঙ্গে কথা বলতে পারি?- এই কথা শেষ করেই লাইনের অপর প্রান্তের লোকটি চুপ মেরে যায়। বেশ কিছুক্ষণ কলটি তিনি ঝুলিয়ে রাখেন। কৌতুক অভিনেতা নিক লুৎসকোও ওই হটলাইনে কল করেছিলেন। কল করে তিনি বলেন, তিনি এমন একটি খাম খুঁজে পেয়েছেন যেটিতে লেখা আছে, এর ভেতরে আছে ট্রাম্পের পক্ষে পেনসিলভেনিয়ার ১ লাখ ব্যালট। জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কোনোভাবেই হারাবেন না!!! তবে ট্রাম্পের একজন মুখপাত্র দ্য হিলকে বলেছেন, তাদের হটলাইন খুব কাজে দিচ্ছে। ২৯০-২১৪ ব্যবধানে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। আজ সোমবার থেকে আইনি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। যদিও নির্বাচনে কোনো অনিয়মের তথ্যপ্রমাণ তিনি এখনো হাজির করেননি। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।