Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকারগ্রস্তের মতো দাবি করছেন ট্রাম্প, হত্যার হুমকি : শমিডট

বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বুশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রোববার এক ফোনকলের মাধ্যমে বাইডেনকে শুভেচ্ছা জানান বুশ। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ এবং পুনর্গণনার দাবি জানালেও বুশ এই নির্বাচনকে ‘মৌলিকভাবে সুষ্ঠু’ ও ‘ফলাফল স্পষ্ট’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প নির্বাচনী ফলাফল মানতে অস্বীকৃতি জানালেও রিপাবলিকান দলীয় একমাত্র জীবিত সাবেক প্রেসিডেন্ট বুশ ঠিকই বাইডেনকে শুভেচ্ছা জানালেন। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগকে ‘মানসিক বিকারগ্রস্তের’ কাজ বলে অভিহিত করেছেন ফিলাডেলফিয়ার রিপাবলিকান কমিশনার আল শমিডট। ফিলিডেলফিয়ায় নির্বাচন পরিচালনায় তিনজন কমিশনারের মধ্যে তিনি অন্যতম। তিনি ট্রাম্পের ওই দাবিকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। শমিডট আরো অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের সততা নিয়ে প্রশ্ন তোলার পর আল শমিডটের কর্মকর্তাদের হত্যার হুমকি দিচ্ছেন ট্রাম্পের সমর্থকরা। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় স্বীকার করে নেয়ার আহবান জানিয়েছেন আরেক রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি ৪৬তম নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে নির্বাচনকে সুষ্ঠু বলে সার্টিফাই করেছেন। অনলাইন ডেইলি মেইল এ খবর দিয়ে বলেছে আল শমিডট যুক্তরাষ্ট্রে ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ মানসিক বিকারগ্রস্ত মানুষের মতো। নির্বাচনে তাকে এবং তার টিমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শমিডট। তিনি বলেন, আমরা তো বৈধ ভোট গণনা করেছি। যে ভোট ভোটাররা দিয়েছেন আমরা সেই ভোট গণনা করেছি। তা সত্তে¡ও এই ভোট নিয়ে যে বিতর্ক উঠানো হচ্ছে তা আমার বোধগম্য নয়। উল্লেখ্য, ইউএস গভর্নমেন্ট একাউন্টেবলিটি অফিসের (জিএও) সাবেক একজন সিনিয়র এনালিস্ট শমিডট। তিনি ২০১১ সালে নির্বাচন করেছেন। একই সঙ্গে এই নির্বাচনী প্রক্রিয়াকে আরো আধুনিক এবং আরো কার্যকর করতে যেসব পদক্ষেপ নিয়েছেন তার জন্য তিনি গর্বিত হতে পারেন। কিন্তু তার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে তাতে তিনি হতাশাগ্রস্ত। ওদিকে ফিলাডেলফিয়ায় ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে কাজ করতে নিজের ছেলে এরিক ট্রাম্প এবং আইনজীবী রুডি গিলিয়ানিকে ফিলাডেলফিয়ায় পাঠিয়েছেন ট্রাম্প। এই রাজ্যে রেকর্ড পরিমাণ মানুষ মেইলে ভোট দিয়েছেন। এর বেশির ভাগই ডেমোক্রেট সমর্থকদের ভোট। কিন্তু সমর্থকদের কাছে ট্রাম্প বলেছেন, তিনি মেইলে দেয়া ভোটের ওপর আস্থা রাখেন না। এর পরিবর্তে তিনি চান ব্যক্তিগতভাবে সবাই কেন্দ্রে গিয়ে ভোট দিক। ফলে মেইলে দেয়া ভোট যখন গণনা শুরু হয় তখনই তাতে ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর কারণ মেইলে দেয়া ভোটের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের জেতার সম্ভাবনা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। ফলে এরিক ট্রাম্প অভিযোগ করেন, এসব ভোট চরমমাত্রায় জালিয়াতির। ফিলাডেলফিয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। আইনজীবী রুডি গিলিয়ানি ফোর সিজনস টোটাল ল্যান্ডস্কেপিংয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্প অবশ্যই পরাজয় স্বীকার করছেন না। সোমবার তিনি এ জন্য মামলা করবেন। কিন্তু এমন বাক্য, মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন আল শমিডট। তিনি বলেছেন, আমাদের রিপাবলিকের জন্মস্থানে ভোট গণনায় খারাপ কিছুই করা হয় নি। নির্বাচনের আগে যেসব ভোটার তাদের ভোট দিয়েছেন, সেই বৈধ ভোটারদের ভোট গণনা করা নিশ্চয়ই কোনো দুর্নীতি নয়। কোন প্রতারণা নয়। এটা হলো গণতন্ত্র। কিন্তু এসব ভোট গণনা করা উচিত হবে না বলে যে যুক্তি দাঁড় করানো হয়েছে তাতে তিনি হতভম্ব। এসব ভোট গণনা করা নিশ্চয় কোনো বিতর্কিত কাজ নয়। ন্যূনতমপক্ষে এ ভোটগুলো গণনা করা উচিত। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ