Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন প্রশাসনের কাছে বঙ্গবন্ধুর খুনিকে হস্তান্তরের প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কোনো খুনিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আশ্রয় দেবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। আমরা আশা করি, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী মার্কিন প্রশাসন কাজ করবে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা কোনো খুনিকে মার্কিন নতুন প্রশাসন আাশ্রয় দেবে না, বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে।
মিয়ানমারের নির্বাচনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। যেই ক্ষমতায় আসবে, রোহিঙ্গা সঙ্কট সমাধানে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ