মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলে আখ্যায়িত করার পর এখন বলছেন মজা করেছেন। তিনি বলেন, মিডিয়াই বাড়াবাড়ি করছে, আমি তো মজা করছিলাম। এর মধ্যদিয়ে ফের ডিগবাজি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন মাত্র দু’দিনের মাথায় নিজের অবস্থান থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। কারণ, সদম্ভে তিনি বলেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসের প্রতিষ্ঠাতা। আর এখন বলছেন তিনি মজা করেছেন! এ নিয়ে আবারও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা বেকায়দায় পড়েছেন ট্রাম্প। সংবাদমাধ্যম জানায়, ফ্লোরিডায় এক আলোচনা সভায় ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা আখ্যায়িত করে রিপাবলিকান এ প্রার্থী বলেন, তিনি (ওবামা) তো আইএসের প্রতিষ্ঠাতা। এ নিয়ে হইচই শুরু হয় যায় সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে। সেই আঁচটা টের পেতে দু’দিন সময়ও লাগেনি এ ধনকুবের প্রার্থীর। এরপর গত শুক্রবার টুইটারে ট্রাম্প বলেন, আমি তো ওটা মজা করে বলেছিলাম। বিষয়টা নিয়ে মিডিয়াই বাড়াবাড়ি করছে। ওরা মজাই বোঝে না। ট্রাম্প এভাবে ডিগবাজি দিলেও সমালোচকেরা বলছেন, ভুলটা বোধে আসায়ই দায় এড়াতে চাইছেন তিনি। তিনি পিছু হটলেও ব্যাপারটাকে সহজে ছেড়ে দিচ্ছে না লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তাদের নেতা হাসান নসরুল্লাহ বলছেন, একজন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী যখন ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলছেন, তখন নিশ্চয়ই কোনো তথ্য হাতে নিয়েই বলছেন তিনি। তবে এবারই প্রথম নয়, ট্রাম্প এর আগেও বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে ফের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গত মাসেই তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে আক্রমণ করে বলেন, ‘রাশিয়া, তোমরা কি শুনছ? আমার আশা, হিলারির যে ৩০ হাজার ইমেলের কোনো খোঁজ নেই, তার হদিস তোমরাই দিতে পারবে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই ট্রাম্প উল্টো হেঁটে বলেন, আমি তো মজা করছিলাম। মিডিয়াই বাড়াবাড়ি করছে। এমন সব বিতর্কের কারণে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে জনপ্রিয়তার নিরিখে অনেক পিছিয়ে যাচ্ছেন বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।