মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কাশ্মীর সংকট উত্তরণে আলোচনায় বসার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারতকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারতীয় হাইকমিশনারকে ডেকে আলোচনার আমন্ত্রণপত্র দেয়া হয়েছে বলে গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেছেন, পররাষ্ট্র সচিব ওইদিন দুপুরে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছেন। দু’দেশের মধ্যে বিরোধের মূলে থাকা কাশ্মীর নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিবকে পাকিস্তান সফরে আসার আমন্ত্রণের চিঠিটি হস্তান্তর করেছেন। নয়াদিল্লি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল, কাশ্মীর সম্পর্কে আলোচনার প্রশ্নই নেই; আলোচনা হতে পারে শুধু ভারত-পাক সম্পর্কের বিষয়ে যার মধ্যে থাকবে প্রাসঙ্গিক ও চলতি ইস্যুগুলো নিয়েই। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে কাশ্মীর নিয়ে দুই দেশের সম্পর্ক তিক্ততার পর্যায়ে উঠার কারণে সৃষ্টি হয়েছে বাদানুবাদে। তার মধ্যেই এই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হলো। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিরোধ মিটিয়ে ফেলতে ভারত ও পাকিস্তানÑ উভয় দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে। গত সপ্তাহেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানান, চলতি মাসে শুরু হওয়া পাকিস্তানি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ঠিক হয়েছে, ভারতের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান। তবে ভারতের লোকসভায় কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন, ইসলামাবাদের সঙ্গে কাশ্মীর সম্পর্কে কথা বলার কোনো প্রশ্নই নেই। এবিপি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।