Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সশস্ত্র মহড়া ট্রাম্প সমর্থকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আমেরিকার সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ক্ষমতা হস্তান্তর খুব সহজ হবে না বলে উদ্বেগ ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছেন কোনো কোনো বিশেষজ্ঞ। তারা মনে করছেন, বিষয়টি ডোনাল্ড ট্রাম্প নিজেই অনেক বেশি জটিল করে ফেলবেন। যদিও মার্কিন আইনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সুস্পষ্ট করে নির্দেশনা দেয়ার রয়েছে তারপরেও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পরাজয় মেনে নিতে রাজি হননি। বিধায় এ আশঙ্কা জোরদার হচ্ছে যে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া খুব সহজ হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করে তিনি বরং আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। যদি বিষয়টি তাই হয় তাহলে কোথাও কোথাও হয়তো নতুন করে ভোট গণনা করতে হতে পারে; যার কারণে ক্ষমতা হস্তান্তর সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাÐ স্থগিত হয়ে যাবে। কংগ্রেসের রিপাবলিক দলের একটি স‚ত্র জানিয়েছে, দীর্ঘ আইনি লড়াই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে যা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিপজ্জনক প্রভাব ফেলবে। স‚ত্র বলছে, “আমরা যখন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো তখন কিন্তু বিশ্ব বসে থাকবে না।” ওয়াশিংটনে অবস্থিত আমেরিকার একটি মিত্র দেশের দ‚তাবাস থেকে বলা হয়েছে, “অনিশ্চিত ঘটনাবলী নিয়ে আমরা খুবই চিন্তিত। এই ধরনের লড়াই আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর।” অপরদিকে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের রাজপথে নেমে মহড়া দিচ্ছে। জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভানিয়ার মতো যেসব দোদুল্যমান রাজ্যে জো বাইডেন হাড্ডহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করেছেন সেসব অঙ্গরাজ্যের রাস্তায় এ ধরনের সশস্ত্র ট্রাম্প সমর্থককে মহড়া দিতে দেখা গেছে। স্কাই নিউজের বিশেষ প্রতিনিধি অ্যালেক্স ক্রফোর্ড ছবিসহ এ ধরনের ভারী অস্ত্রে সজ্জিত মানুষের ছবি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা বলছিল, তারা যুদ্ধে যাচ্ছে বলেই তাদের কাছে ভারী অস্ত্র রয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের ভারী অস্ত্রে সজ্জিত এসব মানুষ বলছিল, নিরাপত্তাগত কারণে এবং ‘বাইডেনের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতেই’ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। ট্রাম্পের এসব সমর্থকের কেউ কেউ ‘বাইডেন দেশকে ধ্বংস করে ফেলবেন’ বলেও অভিযোগ করেন। অ্যারিজোনা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের রাজপথ থেকেও একই ধরনের দৃশ্য চোখে পড়ার খবর এসেছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শনিবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। রয়টার্স,পার্সটুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ