Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ পাঁচে ফিরল ‘কৃষ্ণকলি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ভারতের বাংলা ধারাবাহিকের সর্বশেষ টিআরপি তালিকায় বেশ কিছু পরিবর্তন এসেছে। নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায় অভিনীত ‘কৃষ্ণকলি’ দৌড়ে আবার ফিরেছে। কয়েক সপ্তাহ শীর্ষ পাঁচের বাইরে থাকার পর নাটকীয় কাহিনীধারা নিয়ে ধারাবাহিকটি আবার জনপ্রিয়তায় ফিরেছে। পাশাপাশি ‘করুণাময়ী রানি রাসমনি’ এখনও তালিকার শীর্ষে রয়েছে। কেন্দ্রীয় ভূমিকায় সোনামনি সাহা এবং প্রতীক সেনের অভিনয়ে ‘মোহর’ রয়েছে দ্বিতীয় অবস্থানে। শঙ্খ আর মোহরের প্রেম দর্শকদের ছোট পর্দায় আটকে রাখতে সক্ষম হয়েছে। তারা এখন অবশ্য পরস্পর থেকে দূরে সরে গেছে। টানটান ড্রামা ‘শ্রীময়ী’ চলতি সপ্তাহেও দর্শক ধরে রাখতে পেরেছে। এই ধারাবাহিকটির সঙ্গে তিন নম্বরে আছে খড়কুটো’; এর গল্প এখন সৌজন্য আর গুনগুনের বিয়ে ঘিরে এগোচ্ছে। বেখাপ্পা এই জুটির সম্পর্ক অনেকটা ‘টম আর জেরির সঙ্গে তুলনীয়। ‘কৃষ্ণকলি’তে ধারাবাহিক কয়েকটি টুইস্ট দর্শক টেনেছে। শ্যামাকে অপহরণ করে ক্লিনিকে ঘুম পারিয়ে রাখার আম্রপালির চেষ্টা ব্যর্থ হয়েছে। আম্রপালি শ্যামাকে উদ্দেশ্য করে অশোকের ছোড়া গুলিতে নিহত হয়েছে। শ্যামা বারানসিতে পৌঁছেছে ঘটনাক্রমে। ‘সাঁঝের বাতি’ কয়েকমাস ধরেই শীর্ষ পাঁচে আছে, এই সপ্তাহে পাঁচে। একই অবস্থানে আছে রুবেল দাশ আর শ্বেতা ভট্টাচার্য অভিনীত ‘যমুনা ঢাকি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ