প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল টিআরপি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। এর ফলে ‘কৃষ্ণকলি’ তার অবস্থান থেকে নেমে এসেছে। শুধু তাই নয় ‘কৃষ্ণকলি’ তৃতীয় স্থানে নেমে এসেছে। ‘ত্রিনয়নী’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন নবাগত শ্রæতি দাশ, তার চরিত্রটি এক সরল গ্রামের মেয়ের যার অতীন্দ্রিয় ক্ষমতা রয়েছে। এতে প্রধান পুরুষ ভূমিকায় অভিনয় করছেন গৌরব রায়। পাশাপাশি ‘কৃষ্ণকলি’ প্রিমিয়ারের পর প্রায় ৩৩ সপ্তাহ শীর্ষে থাকার পর তৃতীয় অবস্থানে নেমে গেছে। ‘ত্রিনয়নী’তে দৃপ্ত’র (গৌরব) সঙ্গে জেসমিনের (জেসমিন রায়) বিয়ের ষড়যন্ত্র এক নাটকীয় অবস্থার সৃষ্টি করেছে। এই বিয়ে যে দৃপ্ত’র সৎ মায়ের ষড়যন্ত্র তা জেনেও তা থামাতে পারছে না নয়ন (শ্রæতি)। পিরিয়ড ড্রামা ‘করুণাময়ী রাণী রাসমণি’ টিআরপি চার্টে এখন দ্বিতীয় অবস্থানে। ‘বকুল কথা’র অবস্থান চারে। তার পরই আছে ‘জয় বাবা লোকনাথ’; লোকনাথকে এখন প্রাপ্তবয়স্ক দেখান হচ্ছে। উপরোল্লিখিত সবগুলো সিরিয়ালই জি বাংলার। ছয়, সাত, নয় আর দশে আছে যথাক্রমে একই চ্যানেলে ‘নকশিকাঁথা’, ‘নেতাজি’, ‘সৌদামিনীর সংসার’এবং ‘রানু পেল লটারি’। আটে আছে স্টার জলসার ‘শ্রীময়ী’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।