Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে ইমাম হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া অস্কার মোরেল নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ আরো একজনকে হত্যার অভিযোগ আদালতে অস্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মোরেল শুধু বলেছেন, ভিডিও ফুটেজে তাকে ঘটনাস্থলে দেখা গেছে। তবে হত্যার কথা অস্বীকার করেন তিনি। গত মঙ্গলবার ৩৫ বছর বয়সী মোরেলকে আদালতে তোলা হয়। আদালতে তাকে শান্ত দেখাচ্ছিল। তিনি খুব কম কথা বলেছেন। উল্লেখ্য, গত শনিবার জোহরের নামাজের পর নিউইয়র্কের কুইন্সের ওজনপার্কের আল ফোরকান জামে মসজিদ থেকে বেরোনোর পর এর ইমামসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি তারা মিয়াকে (৬৪) তার প্রতিবেশী। এ ঘটনায় ব্রকলিনবাসী মোরেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যার ঘটনায় অস্কার মোরেল (৩৫) নামে হিস্পানিক বংশোদ্ভূত এক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান বব বয়েস একথা জানান। তিনি জানান, গত রোববার রাতে নিউইয়র্কের ব্রুকলিন থেকে সন্দেহভাজন খুনি অস্কারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যার (পূর্ব পরিকল্পনা ছাড়াই ইচ্ছাকৃত হত্যা) অভিযোগ আনা হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউইয়র্কে ইমাম হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ