Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নতুন করে করোনা সনাক্ত ৩৮, মৃত্যু ১ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৪:৫৫ পিএম

করোনাভাইরাস কেড়ে নিয়েছে সিলেটে একজনের প্রাণ। নিহত ব্যক্তি সিলেটের বাসিন্দা। আজ রবিবার (৮ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রের তথ্যানুযায়ী, গতকাল (৭ নভেম্বর) মারা যান তিনি। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ২৩৬। এর মধ্যে সিলেটে মারা গেছেন ১৭৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৩০, মৌলভীবাজারে ১ সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ৬ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, আজ রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্তবিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট ৭ হাজার ৮৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৪১৭, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮০৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট ৩৫ ও সুনামগঞ্জের ২ জন। এই ৩৭ জনকে নিয়ে বিভাগে করোনা মুক্ত হয়েছেন মোট ১২ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯৫২, মৌলভীবাজারে ১ হাজার ৬৯৩ সুনামগঞ্জে ২ হাজার ৩৫২ ও হবিগঞ্জে ১ হাজার ৫৪৮ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৭ জন আজ। এর মধ্যে সিলেটে ৪১, মৌলভীবাজারে ১ সুনামগঞ্জে ৩ ও হবিগঞ্জে ২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ