Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১১:০৩ এএম | আপডেট : ২:৪০ পিএম, ৮ নভেম্বর, ২০২০

মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার জয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কোনো নারী ও প্রথম কোনো কৃষ্ণাঙ্গ এ আসনে বসলেন।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ নভেম্বর, ২০২০, ১:৪৩ পিএম says : 0
    বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির শক্তিশালী স্বপ্ন সারথী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতদ্র প্রহরী বাংলাদেশের লক্ষ কোটি মানুষের জনপ্রিয় নেতা বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ সন্তান বিশ্ব মানবতার মা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাঅভিনন্দন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতার অর্থনৈতিক পরাশক্তিআমেরিকা চীন ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় সংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী রাষ্ট্র বাংলাদেশের স্বর্নালী যুগের হাতছানি বাংলাদেশ উন্নয়নশীল দেশ অর্থনৈতিকশক্তিশালী দেশের কাতারে যেতে বিশালাকার ব‍্যাক্তিত্ব ক‍্যারিশম‍্যাটিক নেতৃত্ব যোগ্যতা প্রয়োজন। আলহামদুলিল্লাহ্ আমরা পেয়েছি। মাননীয় প্রধান মন্ত্রী আমাদের বাংলাদেশের সুভাগ‍্য। আমাদের সম্ভাবনাময় উজ্জল বাংলাদেশের আগামীর কান্ডারীর জন্য অসংখ্য দোয়া। বিশ্ব নেতৃত্ব একজন বয়োজ্যেষ্ঠ দক্ষশান্তিপ্রিয় দায়িত্বশীল ব‍্যাক্তির হাতে পড়েছে। মহামারীর এই ভয়ংকর সময় জলবায়ুর ভবিষ্যতে ভয়াবহতা চীন আমেরিকার অর্থনৈতিক প্রতিযোগিতার মাঝেই। বিশ্ব শান্তি অগ্রগতির জন্যে বাংলাদেশ ও অগ্রনী ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ