Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালিয়াতির দাবি ভিত্তিহীন

পেনসিলভেনিয়ার রিপাবলিকান সিনেটর

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে ভোট জালিয়াতি নিয়ে যেসব ভিত্তিহীন দাবি করেছেন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্পের দলের পেনসিলভেনিয়ার রিপাবলিকান সিনেটর প্যাট টুমি। গতকাল শুক্রবার টেলিভিশন চ্যানেল এনবিসিকে তিনি বলেন, আমি প্রেসিডেন্টের ভাষণটি দেখছিলাম এবং সেটা সহ্য করা ছিল খুব কঠিন। ব্যাপকহারে ভোট জালিয়াতি ও কারচুপির যে অভিযোগ প্রেসিডেন্ট করছেন তার সত্যি কোন ভিত্তি নেই। নির্বাচন বড়সড় কোন ব্যত্যয় ঘটেছে বলে আমার জানা নেই। দেখুন, প্রতিটি নির্বাচনেই ছোটখাটো কিছু অনিয়ম ঘটে। কিন্তু এসব খুবই ছোট ঘটনা এবং এধরনের ব্যালটের সংখ্যাও খুব কম।

টুমি ২০২২ সালে অবসর নিতে যাচ্ছেন। তিনি বলেন, পেনসিলভেনিয়ায় ভোট গণনা কখন শেষ হবে সে সম্পর্কে তিনি এখন কোন ধারণা দিতে পারবেন না। সর্বশেষ গণনা অনুযায়ী, ভোটের ফলাফল বাইডেনের দিকে ঝুঁকে পড়ছে। এখানে (গণনায়) যে সময় দরকার সেটা দিতে হবে। বাদবাকি ভোট বাইডেনের পক্ষেই পড়বে বলে তিনি মনে করেন। ট্রাম্পের দলের এই নেতা বলেন, এই মুহূর্তে ফলাফল আমরা জানি না। তবে সেটা জানার জন্য গণনার প্রক্রিয়া শেষ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ