মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার কোয়াস্তান বন্দরের কাছ থেকে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দেশটির সমুদ্র আইন প্রয়োগকারী সংস্থার মহাপরিচালক দাতুক আহমাদ পুজি আব কাহার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। আহমাদ পুজি জানান, এমটিভিয়ার হারমোনি নামের ট্যাঙ্কারটিতে ৯ লাখ লিটার তেল ছিল, যার মূল্য ১ দশমিক ৫৭ মিলিয়ন মালয়েশিয় রিঙ্গিট। এর আগে পুজি জানিয়েছিলেন, ট্যাংকারটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর কয়েক মিনিট ফের এক টুইটার বার্তায় তিনি জানান, জাহাজটি ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপের কাছাকাছি রয়েছে। ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে দুপুরে টুইটার বার্তায় পুজি বলেন, ধারণা করা হচ্ছে জাহাজটি ছিনতাই করা হয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।