Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মাস্টারক্লাস’ উইলিয়ামসনে কোহলিদের বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

লক্ষ্য ছিল নাগালের মধ্যেই। তবে উইকেট ছিল না অতো সহজ। ১৩২ রান রান তাড়ায় গিয়ে সানরাজার্স হায়দরাবাদ ১২তম ওভারে ৬৭ রানে হারায় ৪ উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচে হাসেনি ডেভিড ওয়ার্নারের ব্যাট। মানিষ পান্ডেও থিতু হয়ে শেষ করতে পারেননি। এক সময় তাই চিন্তাতেই পড়েছিলেন সানরাইজার্স। ক্রমশ চাপ বাড়তে থাকা অবস্থায় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলান কেইন উইলিয়ামস। নিউজিল্যান্ড অধিনায়ক দারুণ এক ইনিংস খেলে শেষ ওভারে দলকে পাইয়ে দেন জয়।
গতপরশু রাতে আইপিএলের এলিমিনেটর ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রেখেছে সানরাইজার্স। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের ফাইনালে যাওয়ার লড়াই। উইলিয়ামস ২ চার, ২ ছক্কায় করেছেন ৪৪ বলে ৫০ রান। তবে তার ইনিংসের মাহাত্ম এতেই বোঝা যাবে না। বেঙ্গালুরুর বোলাররা তৈরি করেছিলেন চাপ। ওভারপ্রতি রান নেওয়ার তাড়াও বাড়ছিল দ্রুত। চারে নামা উইলিয়ামসন পরিস্থিতি পড়লেন ভালভাবে। সহজে রান বের করা যাচ্ছে না দেখে মুন্সিয়ানা দেখালেন তার টেকনিকের। নান্দনিক সব শটে তাক লাগিয়ে পরিস্থিতি আনলেন নিজের দিকে। শেষ ৩ ওভারে ২৮ রানের প্রয়োজনটা জেসন হোল্ডারকে নিয়ে কোন রকম অস্থিরতায় না ভুগেই উঠিয়েছেন তিনি।
তবে সানরাইজার্সের হয়ে বড় কাজটা করে দেন তাদের বোলাররাই। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ছিলেন অসাধারণ। ওপেন করতে নেমা কোহলি আর দেবদূত পাড়িকালকে ১৫ রানের ভেতরই ফিরিয়ে দেন তিনি। ৪ ওভারের স্পেলে মাত্র ২৫ রান দিয়ে তুলেন ৩ উইকেট। তার তোপে এবিডি ভিলিয়ার্স আর অ্যারন ফিঞ্চ ছাড়া রান পাননি কেউই। প্রতিপক্ষকে আটকে দিয়েছিল ১৩১ রানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্টারক্লাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ