Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরলেন ডোলা, নতুন মুখ স্টুয়ারম্যান

ইংল্যান্ড সিরিজের দক্ষিণ আফ্রিকা দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ফাস্ট বোলার কাগিসো রাবাদা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী পেসার গ্লেন্ট স্টুয়ারম্যান। দলের নতুন মুখ স্টুয়ারম্যান এখন পর্যন্ত ৩১টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪০ উইকেট ও ১২টি টি-টোয়েন্টিতে ১৫ উইকেট নিয়েছেন। দেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য গতকাল ঘোষিত ২৪ সদস্যের দলে আরও ফিরেছেন জুনিয়র ডালা। ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২০১৯ সালের মার্চে। আর ফিরেছেন চোটের কারণে সবশেষ ওয়ানডে সিরিজের দলে না থাকা কাগিসো রাবাদাও। করোনাভাইরাস পরিস্থিতিতে গত মার্চে ভারতের বিপক্ষে সেই সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ বিরতির পর ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার মাঠে ফিরছে তারা।
ডেল স্টেইন ছাড়া গত ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ও ভারত সফরে যাওয়া স্কোয়াডের সবাই আছেন ইংল্যান্ড সিরিজের দলে। ৩৭ বছর বয়সী স্টেইন গত বছরের আগস্টে অবসর নেন টেস্ট ক্রিকেট থেকে। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তিন ম্যাচ খেলা এই পেসার গত মার্চে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। এবার দলে জায়গা না পাওয়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ বলেই ধারণা করা হচ্ছে। এর আগে যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট পিছিয়ে গেছে এক বছর।
২০২১ সালে ভারতে হতে যাওয়া এই বিশ্ব আসর নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন থেকেই পরিকল্পনা শুরু করতে চায়। এমন ইঙ্গিত পাওয়া গেল বোর্ডের ক্রিকেট পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের কথায়, ‘আগামী বছরের শেষ দিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মৌসুমটা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত টি-টোয়েন্টি সিরিজে ঘরে বসে কিছু বিস্ফোরক পারফরম্যান্স উপভোগ করতে পারবে ক্রিকেট ভক্তরা।’
আগামী ২৭ নভেম্বর কেপ টাউনে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।
দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ দু প্লেসি, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, ইয়ানেমান মালান, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুথো সিপামলা, জন-জন স্মাটস,গ্লেন্টন স্টুয়ারম্যান, পিট ফন বিলিয়োন, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন-স্টুয়ারম্যান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ