বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা জেলা আওয়ামী আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২০ এর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ খুলনা মনোনীত অ্যাড মো. সাইফুল ইসলাম অ্যাড/ কে এম ইকবাল হোসেন প্যানেলের সাথে দাকোপ- বটিয়াঘাটা আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার দুপুরে এ্যাড মহানন্দ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতি এর সভাপতি প্রার্থী অ্যাড. মো. সাইফুল ইসলাম, অ্যাড. কে এম ইকবাল হোসেন. খুলনা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ আইয়ুব আলী (জিপি), খুলনা জেলা জজ কোর্টের পিপি এ্যাড. শেখ এনামুল হক. সাবেক জিপি অ্যাড.বিজন কৃষ্ণ মন্ডল, খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব অ্যাড. তারেক মাহমুদ তারা, অ্যাড. সিকদার হাবিব, অ্যাড.. জেসমিন পারভীন জলি, খুলনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. জি এম কেরামত আলী।
এসময় বক্তারা বলেন, আইনজীবীদের অধিকার সুরক্ষা করা হচ্ছে আইনজীবিদের অন্যতম উদ্দেশ্য। আইনজীবীরা বিচার প্রার্থীদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় আইনী সহায়তা দিয়ে আসছে। আইন মানুষের মৌলিক অধিকার, আর তা রক্ষা করা বিশেষ প্রয়োজন। বাংলাদেশ বার কাউন্সিল নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে সরকারের হাতকে শক্তিশালি ও দেশকে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে চালাতে সরকারকে সহায়তা করতে সকল আইনজীবীকে এক্যবদ্ধ হওয়ার আহবান জানান। দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং আইনজীবীদের স্বার্থ ও আর্থিক নিরাপত্ত্বা, মর্যাদা রক্ষার স্বার্থে আসন্ন খুলনা জেলা আইনজীবী সমিতির বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে ভোট দেয়ার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।